 ১৪ জানুয়ারী চীনের ফুচিয়ান প্রদেশের সিয়া মেন শহরে চীনের প্রেসিডেন্ট হু চিনথাও বলেছেন , আমি আরও বেশী তাইওয়ান বাসীদের মূল ভূভাগে পুঁজি বিনিয়োগ করতে স্বাগত জানাচ্ছি , যাতে সহযোগিতার মাধ্যমে তাইওয়া প্রণালী দু'পারের জনগণের জন্য কল্যান আনা যায় ।
সেদিন হু চিন থাও সিয়া মেনের তাইওয়ান ব্যাবসায়ীদের একটি পুঁজি বিনিয়োগ এলাকা পরিদর্শন করেছেন । তিনি তাইওয়ানের ব্যাবসায়ী প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন , মূল ভূভাগে তাইওয়ানের ব্যাবসায়ীদের পুঁজি বিনিয়োগ তাদের জন্য আরো বেশী লাভ এনে দেবে , তা তাইওয়ান প্রণালীর দু'পারের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ত্বরান্বিত করার সঙ্গেও সংগতিপূর্ণ এবং তাইওয়ান ও মূল ভূভাগের অর্থনীতির সম্মিলিত উন্নয়ন ত্বরান্বিত করা যায় । মূল ভূভাগের সংশ্লিষ্ট বিভাগ তাইওয়ানবাসীদের সাহায্য এবং পরিসেবা দিতে বদ্ধপরিকর ।
হু চিন থাও আরও বলেছেন , প্রণালীর দু'পারের সরাসরি বাণিজ্য বিনিময় , ডাক ও বিমান যোগাযোগের বাস্তবায়ন দু'পারের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার পক্ষে সহায়ক হবে , তা দু'পারের অভিন্ন স্বার্থের সঙ্গেও সংগতিপূর্ণ । এটি তাইওয়ানের শিল্প ও বাণিজ্য মহলের প্রবল আকাংক্ষাও বটে । তিনি আশা করেন , যত তাড়াতাড়ি সম্ভব দু'পারের বেসরকারী বিমান চলাচল সংস্থা এই বিষয় নিয়ে আলোচনা করবে , যাতে দু'পারের স্বপ্ন শিগীরই বাস্তবায়িত হবে ।
|