ইউক্রেন রাশিয়ার কৃষ্ণ সাগরীয় নৌবহরের অফিসার ও সৈনিকদের ইয়াল্তা লাইট হাউসে প্রবেশ করতে যে প্রত্যাখ্যান করেছে সে সম্পর্কে রাশিয়া আর ইউক্রেন ১৪ জানুয়ারী বৈঠকে বসেছে । কিন্তু বৈঠকে কোনো ফল হয়নি ।
বৈঠক শেষে রাশিয়ার নৌবাহিনীর সহকারী প্রধান সেনাপতি ইগোর দিগালো সংবাদ মাধ্যমকে বলেছেন , বৈঠকে ইউক্রেন এই মতে অটল রয়েছে যে , ইউক্রেন কখনো ইয়াল্তা লাইট হাউসের নৌচালন ব্যবস্থা রাশিয়াকে ভাড়া দেয়নি ।
জানা গেছে , বৈঠকে অংশগ্রহণকারী রাশিয়ার নৌবাহিনীর কর্মগ্রুপ একই দিন রাতে ইয়াল্তা ত্যাগ করে কৃষ্ণ সাগরীয় নৌবহরের সদরদপ্তর সেভাস্টোপোলে প্রত্যাবর্তন করেছে । সঙ্গে সঙ্গে রাশিয়ার কৃষ্ণ সাগরীয় নৌবহর কৃষ্ণ সাগরের উপকূলীয় অঞ্চলে মোতায়েন সামরিক ব্যবস্থা রক্ষার কাজ জোরদার করেছে ।
একই দিন সকালে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র ভাসিলি ফিলিপচিউক বলেছেন , দুদেশের স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ইউক্রেনে রাশিয়ার কৃষ্ণ সাগরীয় নৌবহরের সামরিক তত্পরতার ইউক্রেন সরকারের সার্বভৌম তত্পরতায় হস্তক্ষেপ করা উচিত নয় । ইউক্রেনের লাইট হাউস রাশিয়ার সেবা করবে না ।
|