জাপান কমিউনিস্ট পার্টির ২৪তম জাতীয় কংগ্রেস ১৪ জানুয়ারী বিকেলে সমাপ্ত হয়েছে ।প্রধানমন্ত্রী কোইজুমি জুনিচিরো ইয়াসুকুনি সমাধীতে যে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং আগ্রাসী যুদ্ধের প্রশংসা করার কথা বলেছেন কংগ্রেসেগৃহিত সিদ্ধান্তে তার বিরোধিতা করা হয়েছে । সিদ্ধান্তটিতেজাপানের শান্তিপূর্ণ সংবিধান সংশোধনের বিরোধিতাও করা হয়েছে ।
কোইজুমি জুনিচিরো যে একটানা পাঁচ বছর ধরে ইয়াসুকুনি সমাধীতে শ্রদ্ধানিবেদন করেছেন এবং জাপানের আগ্রাসী যুদ্ধের প্রশংসা করার যে কথা বলেছেন , সিদ্ধান্তটিতে তার সমালোচনা করা হয়েছে । সিদ্ধান্তটিতে উল্লেখ করা হয়েছে , অতীতকালের ভুল সঠিকভাবে বিবেচনা করলে এবং ভাষা ও কার্যকলাপের মাধ্যমে তা পুনপর্যালোচনা করলেই কেবল জাপান এশিয়া তথা বিশ্ব জনগণের আস্থা লাভ করতে পারবে ।
জাপান কমিউনিস্ট পার্টির নতুন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শিই কাজো সমাপনী অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময়ে বলেছেন , অধিকাংশ জাতীয় নাগরিকদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ সংবিধান সংশোধনে বাধা দিতে জাপান কমিউনিস্ট পার্টি আশাবাদী ।
|