চীনের স্বাস্থ্য মন্ত্রনালয় বিভিন্ন স্থানের স্বাস্থ্য বিভাগের উদ্দেশ্যেবার্ডফ্লু রোগীদের চিকিত্সার কাজ জোরদার করার আবেদন জানিয়েছে ।
চীনের স্বাস্থ্য মন্ত্রনালয়ের সম্প্রতিপ্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হযেছে , দেশ-বিদেশের তথ্য থেকে প্রমানিত হয়েছে যে, কিছু চিহ্নিত বার্ডফ্লু রোগীদের সংক্রামক ব্যাধির সঙ্গে স্পর্শ করার ইতিহাস নেই বলে অকারণে ফুসফুসের প্রদাহে আক্রান্তরোগীদের চিকিত্সা ও চিহ্নিত করার কাজের উপর গুরুত্ব দিতে হবে ।
স্বাস্থ্য মন্ত্রনালয় বলেছে , বিজ্ঞানভিত্তিক চিহ্নিত করা , নিয়মভিত্তিক চিকিত্সা করা এবং মৃত দেহ পরীক্ষা করার কাজ ভাল করে আকড়ে ধরতে হবে , সময়োচিতভাবে রোগীদেরসনাক্ত করতে হবে এবং যতশীঘ্রই রোগীদের চিকিত্সা করতে হবে , চিকিত্সার মান উন্নত করে রোগীদের মৃত্যু হার কমাতে হবে । একই সময়ে সন্দেহজনক বা চিহ্নিত বার্ডফ্লু রোগীদের অবস্থা অনুযায়ী ভিন্ন চিকিত্সা-পরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং রোগীদের পরিবর্তনশীল অবস্থা অনুযায়ী সময়োচিতভাবে চিকিত্সা পরিকল্পনার বিন্যাসকরতে হবে ।
গত ১৬ নভেম্বর প্রথমটি বার্ডফ্লু রোগী চিহ্নিত হওয়ার পর থেকে এ পর্যন্ত চীন পরপর ৮জন লোক বার্ডফ্লু রোগে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেছে । এদের মধ্যে ৫জন মারা গেছেন , ২জন আরোগ্য করেছেন এবং একজন হাসপাতালে চিকিত্সাধীন আছেন ।
|