দক্ষিণ চীনের কুয়াংচৌ শহরের শুল্ক বিভাগ থেকে জানা গেছে, কুয়াংতুং ও হংকংয়ের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক আদান-প্রদান তত্পর হয়ে উঠছে। ২০০৫ সালে দু'অঞ্চলের বাণিজ্য মূল্য ৮৯.৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, তা ২০০৪ সালের চেয়ে ২০ শতাংশ বেশি।
২০০৫ সালে হংকং তার অবাধ বাণিজ্য অঞ্চল ও আন্তর্জাতিক পণ্যদ্রব্য বিনিময়ের কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করে কুয়াংতুং প্রদেশের আমদানি ও রফতানি পণ্যের এক গুরুত্বপূর্ণ স্থানান্তর কেন্দ্রে পরিণত হয়েছে। কুয়াংতুং থেকে হংকং দিয়ে স্থানান্তর পণ্যদ্রব্যের মূল্য কুয়াংতুংয়ের আমদানি-রফতানি বাণিজ্যের মোট মূল্যের অর্ধেকের কাছাকাছি হয়েছে। সঙ্গে সঙ্গে স্থানান্তর কেন্দ্র হিসেবে হংকংয়ের স্থানীয় পরিসেবা শিল্পের উন্নতি ত্বরান্তিত হয়েছে। বিশেষ করে "মূলভূভাগ ও হংকংয়ের মধ্যে আরো ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক স্থাপন সম্বন্ধে ব্যবস্থা" চালু হওয়ার পর মূলভূভাগ হংকংয়ের প্রতি তার পরিসেবা ক্ষেত্র উন্মুক্ত করেছে, তাতে কুয়াংতুংয়ের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে হংকংয়ের স্থানান্তর কেন্দ্রের ভূমিকা আরো জোরদার হয়েছে।
|