১৪ জানুয়ারী বামাকোতে মালির প্রেসিডেন্ট আমাদৌ তুমানি তুরে এবং প্রধানমন্ত্রী ওস্মানি ইসোফি মাইগা আলাদা আলাদাভাবে সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন।
তুরে আর মাইগা বলেছেন, মালি ও চীনের মধ্যে চিরাচরিত মৈত্রী রয়েছে। কূটনৈতকি সম্পর্ক স্থাপিত হওয়ার পর গত ৪০ বছরে বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য পাওয়া গেছে। মালির সরকার ও জনগণ মালির কাছে চীনের বিরাট সমর্থন ও সাহায্যকে কোনো দিন ভুলবেন না এবং বরাবরই চীনের একীকরণকে সমর্থন করবেন। কৃষি, স্বাস্থ্য ও শক্তিসম্পদ উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে দু'দেশের মধ্যে সহযোগিতা জোরদার হবে বলে তাঁরা আশা প্রকাশ করেছেন।
লি চাও সিং বলেছেন, চীন-মালি মৈত্রী দু'দেশের প্রবীণ নেতাদের মিলিত প্রচেষ্টার সাফল্য। তাইওয়ান ইত্যাদি সমস্যায় মালি চীনের প্রতি যে মূল্যায়ন সমর্থন দিয়েছে, চীনা জনগণ তার জন্যে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন।। নতুন পরিস্থিতিতে দু'দেশের উচিত উন্নয়নের পথে পারস্পরিক আস্থা রাখা এবং সমর্থন করা এবং মৈত্রী ও সহযোগিতা আরো জোরদার করা। চীন আগের মতো মালিকে সাধ্যমত সমর্থন ও সাহায্য দেবে।
|