১৪ জানুয়ারী ফিলিস্তিনের প্রকাশিত সর্বশেষ এক জনমত জরিপ থেকে জানা গেছে , হামাসের সমর্থন হার বেড়েছে , তবে এখনো ক্ষমতাসীন আল ফাতাহের চেয়ে ৪ শতাংশ কম ।
রামাল্লাহের একটি বিশ্ববিদ্যালয়ের চালানো এই জনমত জরিপ থেকে জানা গেছে , ৩১ শতাংশের ভোটার হামাসকে সমর্থন করবেন , ফাতাহ ৩৫ শতাংশ ভোট পাবেন । নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন পার্টি ও দলের মধ্যে আল ফাতাহ প্রথম স্থানে রয়েছে । তথ্য মাধ্যম মনে করে , হামাসের সমর্থন হারের বৃদ্ধি ফিলিস্তিনের আইন প্রণয়ন সভার নির্বাচনের জন্য কিছু নতুন পরিবর্তন এনে নেবে ।
অন্য খবরে জানা গেছে , হামাসের নেতা মাহমুদ জাহার ১৪ জানুয়ারী গাজায় একটি নির্বাচনী সভায় বলেছেন , এই সংস্থা অস্ত্র ছেড়ে দেবে না , এবং কোনোমতেই ইসরাইলের সঙ্গে আলোচনা বা যে কোনো ধরনের অর্থনৈতিক সহযোগিতা ও নিরাপত্তা সমন্বয় করবে না ।
|