  ১৪ জানুয়ারী সন্ধ্যায় পাকিস্তানের তথ্য ও বেতার মন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেছেন , পাকিস্তান সরকার ১৩ জানুয়ারী পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তের বাজুর উপ জাতি অধ্যুষিত এলাকায় ঘটানো বোমাবর্ষণের নিন্দা করে । একইদিন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সীমান্ত অতিক্রম করে মার্কিন বাহিনীর বোমাবর্ষণ করার জন্য পাকিস্তানস্থ মার্কিন রাষ্ট্রদূতের কাছে প্রতিবাদ জানিয়েছে ।
রশিদ বলেছেন , পাকিস্তান সরকার এবারকার বোমাবর্ষণে নিহত নিরিহ লোকদের জন্য শক প্রকাশ করেছে এবং এমন ঘটনা আবার না ঘটানোর আশ্বাস দিয়েছে । তিনি সঙ্গে সঙ্গে উপজাতি অধ্যুষিত এলাকার কাছে সরকারের সঙ্গে সহযোগিতা করে সেখানকার বিদেশী সশস্ত্র ব্যক্তিদের নিমূল করার আহ্বানও জানিয়েছেন ।
তিনি আরও বলেছেন যে , আল-কায়েদা সংস্থার ২ নং ব্যক্তি আমান আল-জাওয়াহি এ এলাকায় যে লুকিয়ে আছেন , পাকিস্তান সরকার সেই সম্পর্কে কোনো তথ্য পায় নি , বিস্তারিত বিষয়ের তদন্ত এখন চলছে ।
|