চীনের পিপল্স ডেইরীর খবরে প্রকাশ , আগামী ৫ বছরে চীন অবসরপ্রাপ্ত লোকদের ভাতা দেয়ার আওতা আও সম্প্রসারণ করবে এবং ২০১০ সাল নাগাদ অবসরপ্রাপ্ত লোকদের ভাতা ভোগকারীদের সংখ্যা ২২ কোটিতে দাঁড়াবে ।
জানা গেছে , গত বছরের শেষ নাগাদ চীনে অবসরপ্রাপ্ত লোকদের ভাতা ভোগকারীদের সংখ্যা ১৭ কোটি৪০ লক্ষে পৌছেছে । তবে এখনো অ-গণমালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান আর শহরাঞলের বিপুল সংখ্যক স্বনির্বাহী শ্রমজীবিকে অবসরপ্রাপ্ত লোকদের ভোগকারীদের আওতায় আনা হয় নি । এইজন্যে আগামী ৫ বছরে চীন অবসরপ্রাপ্ত লোকদের ভোগকারীদের আওতা আরো সম্প্রসারণ করবে এবং স্বনির্বাহী শ্রমজীবিদের এই আওতায় আনার জন্যে সংশ্লিষ্ট ব্যবস্থা প্রণয়ন করবে ।
অন্য একটি খবরে প্রকাশ , গত বছর চীনের অবসরপ্রাপ্তদের মৌলিক ভাতার বীমা তহবিলের মোট আয় ৫০ হাজার কোটি ছাড়িয়ে গেছে । এটা ৫ বছরের আগেকার দ্বিগুণ । ভবিষ্যতে চীন অব্যাহতভাবে সামাজিক বীমার ফি আদায়ের কাজ আরো জোরদার করবে এবং তহবিলের আয় বাড়িয়ে দেবে যাতে এই বীমায় অংশগ্রহনকারীরা সময়মত আর পর্যাপ্ত পরিমাণে ভাতা লাভ করতে পারেন ।
|