পেইচিংয়ে কর্মরত ১৫জন বিদেশী বিশেষজ্ঞ সম্প্রতি ২০০৫ সালের " মহাপ্রাচীর মৈত্রী পুরস্কার লাভ করেছেন ।
এই ১৫জন বিশেষজ্ঞ যথাক্রমে যুক্তরাষ্ট্র , ব্রিটেন, কানাডা সহ ৮টি দেশ থেকে আসেন । তারা পেইচিংয়ে আধুনিক উত্পাদন শিল্প, টেলিযোগাযোগ, শিক্ষা , পরিবেশ রক্ষা প্রভৃতি ক্ষেত্রে কাজ করেন ।
গত বছরের শেষ দিক নাগাদ স্থায়ীভাবে পেইচিংয়ে থাকা বিদেশীদের সংখ্যা ৬৫ হাজারে দাঁড়িয়েছে । পেইচিং পৌর সরকারী কর্মকর্তারা মনে করেন যে , পেইচিংয়ের আন্তর্জাতিক মহা নগরের মর্যাদাপেইচিংয়ে বিদেশীদের জন্যে আরও বিরাট উন্নয়নের অবকাশ সৃষ্টি করেছে ।
উল্লেখ্য, " মহাপ্রাচীর মৈত্রী পুরস্কার" ১৯৯৯ সালে প্রতিষ্ঠিতহয় ।
পেইচিংয়ের নির্মানকাজেযারা উল্লেখযোগ্য অবদান রেখেছেন সেই বিদেশী বিশেষজ্ঞদেরপুরস্কৃত করার জন্যে পেইচিং পৌর সরকার পুরস্কারটি প্রতিষ্ঠা করেছে ।
|