গত বছর চীন বিদেশ থেকে ৪২.৯ শতাংশ তেল আমদানি করেছে । এই পরিমান ২০০৪ সালের তুলনায় ২.২ শতাংশ কমেছে ।
১৩ জানুয়ারীতে প্রকাশিত চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের এক রিপোর্টে জানা গেছে , ২০০৪ সালের তুলনায় গত বছরে চীনের আমদানী তেলের পরিমান ৭৫ লক্ষ ৬০ হাজার টন কমেছে ।
জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি বলেছেন , গত বছর থেকে এ পর্যন্ত শক্তির ব্যয় হ্রাস, মিত্যব্যয়িতার সঙ্গে তেল ব্যবহারের সচেতনতা জোরদার এবং তেলের বদলে বিকল্প জ্বালানী শক্তির উন্নয়নের উপর গুরুত্ব দেয়ার ফলে তেলের ব্যয়ের বৃদ্ধি হ্রাস হয়েছে এবং তেলের আমদানি স্পষ্টভাবে কমেছে । সাম্প্রতিক বছরগুলোতে চীনের তেল-ব্যয়ের অতি দ্রুত বিকাশ প্রাথমিকভাবে রোধ করা হয়েছে ।
|