১৩ জানুয়ারী ইরানের পারমাণবিক সমস্যা সম্বন্ধে ব্রিটেন , ফ্রান্স , জর্মানী ও রাশিয়া আলাদা আলাদাভাবে মত প্রকাশ করেছে । চার দেশ মনে করে , বর্তমানে কূটনৈতিক উপায়ে এই সমস্যার সমাধান করা উচিত ।
ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী জ্যাক স্ট্র সেদিন আন্তর্জাতিক সমাজের প্রতি কূটনৈতিক উপায়ে এই সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন । তিনি সঙ্গে সঙ্গে বলেছেন , ইরান ইউরেনিয়ামের ঘণিভূতকরণ সংক্রান্ত গবেষণা বন্ধ না করলে জাতি সংঘের উচিত ইরানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া ।
জার্মানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্টিন জ্যাগার্স বলেছেন , জার্মানী ইরানের পারমাণবিক বিরোধে ইরানের বিরুদ্ধে সামরিক তত্পরতা চালাতে নারাজ । যদিও ১২ জানুয়ারী বার্লিনে জার্মানী , ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে সম্মেলনের পর ইরানের সঙ্গে অস্থায়ীভাবে আলোচনা সৃগিত করার সিদ্ধান্ত নিয়েছে , তবুও ইরান তার সাম্প্রতিক পারমাণবিক তত্পরতা বন্ধ করলে ই-ইউ ইরানের সঙ্গে সংলাপ চালাতে ইচ্ছুক ।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়ান বাপটিস্ট ম্যাটি বলেছেন , ফ্রান্স মনে করে এখনো কূটনৈতিক উপায়ে ইরানের পারমাণবিক সমস্যা সমাধান করা উচিত । ইরানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া এবং সামরিক তত্পরতা চালানোর সময় এখনো হয় নি ।
রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী সের্গে ইভানোভ বলেছেন , ইরান তার ইউরেরিয়াম ঘণিভূতকরণের গবেষণা বন্ধ না করলে জানিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে এই সমস্যা দাখিলের সম্ভাবনা আছে । রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিখাইল কামিনিন বলেছেন , রাশিয়া ই-ইউ ও অন্যান্য পক্ষের সঙ্গে অব্যাহতভাবে পরামর্শ করবে , যাতে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে এই সমস্যা সমাধানের কার্যকর ব্যবস্থা নির্ধারণ করা যায় ।
|