চীন-মার্কিন সংসদীয় সহযোগিতা জোরদারের সমর্থনে উপাং কো
cri
১৩ জানুয়ারী পেইচিংএ মার্কিন সেনেটের বৈদেশিক কমিশনের এশিয়া ও প্রশান্ত মহা সাগর উপ কমিটির কমিশনের চেয়ারম্যান লিসা সুরকোওস্কির সঙ্গে সাক্ষাত করার সময় চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাং গু বলেছেন, চীনের জাতীয় গণ কংগ্রেস যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সঙ্গে সংলাপ , আদান-প্রদান আর সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। তিনি বলেছেন, চীন-মার্কিন সম্পর্কবিকশিত করা দু'দেশ আর দু'দেশের জনগণের অভিন্ন স্বার্থ এবং আঞ্চলিক আর বিশ্বের শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য কল্যাণকর। লিসা মুরকোওস্কি বলেছেন, দু'দেশের সংসদের মধ্যে সম্পর্ক জোরদার করা উচিত। দু'দেশের সংসদ দু'দেশের সম্পর্কের বিকাশে অবদান রাখতে পারে।
|
|