|
 |
(GMT+08:00)
2006-01-13 19:52:59
|
মক্কায়পদপিষ্ট হয়ে মৃত হাজীদের সংখ্যা ৩৬২এ উন্নীত
cri
স্থানীয় সময় ১৩ জানুয়ারী ভোর পযর্ন্ত আগের দিন মক্কায় পদ পিষ্ট হয়ে মৃত হাজীদের সংখ্যা ৩৬২ -এ উন্নীত হয়েছে।তাদের মধ্যে ৪জন চীনা নাগরিক।১৩ জানুয়ারী চীন আন্তর্জাতিক বেতারের নিজস্ব সংবাদদাতাকে দেওয়া একটি সাক্ষাত্কালে চীনের হজযাত্রী দলের মহা সচিব ওয়েচিয়েন বলেছেন, এই শোচনীয় দু'ঘটনা ঘটার পর চীনের ইসলামী সমিতির সংগঠিত হজযাত্রী দল এবং জেদ্দায়চীনের সাধারণ কনসিউলার ছানই ঘটনাস্থলে গিয়েছেন।পরীক্ষাকরার পর প্রমাণিত হয়েছে যে, এই দু'ঘটনায় ৩৬২ জন প্রান হারিয়েছে । মৃতদের মধ্যে ৪ জন চীনা হাজী । অজ্যদু'জন চীনা হজযাত্রীতাদের থাকার জায়গায় ফিরে আসেননি। প্রায় ৩০০ জন দু'ঘটনায় আহত হয়েছে।
১২ জানুয়ারী দুপুরে হাজার হাজার হজযাত্রী শয়তানের গায়ে পাথর ছোঁড়ার অনুষ্ঠানে যোগ দেয়ার সময় এই শোচনীয় দু'ঘটনা ঘটেছে।
|
|
|