জার্মানীর পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্ক-ওয়ালটার স্টেইনমেইয়ার ১২ জানুয়ারী বার্লিনে ঘোষণা করেছেন, জার্মানী, ব্রিটেন, ফ্রান্স সমস্বরে বলেছে যে, ই ইউ ও ইরানের পরমাণু সমস্যা সংক্রান্ত সংলাপ অবলাবস্থায় পড়েছে, সেজন্যে জাতি সংঘ নিরাপত্তা পরিষদের উচিত এ সমস্যার সমাধানে যোগ দেয়া।
তিনি ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ দৌস্টে-বলাজি ই ইউ কূটনৈতিক ও নিরাপত্তা বিষয়ক প্রধান হাভিয়ের সোলানার সঙ্গে বৈঠকের পর বলেছেন, ই ইউ-ইরান বৈঠক নিষ্ফল হয়েছে, জাতি সংঘ নিরাপত্তা পরিষদের উচিত এতে যোগ দেয়া।
এর সঙ্গে সঙ্গে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইস ১২ জানুয়ারী ওয়াশিংটনে বলৈছেন, ইরানের পরমাণু গবেষণা পরিকল্পনা আবার শুরু করা হচ্ছে আন্তর্জাতিক সমাজের প্রতি এক বিপদজনক হুমকি। বর্তমানে ইরানের পরমাণু সমস্যা জাতি সংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করা উচিত। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এখন ইরানের বিরুদ্ধে সশস্ত্র উপায় ব্যবহার করবে না।
একই দিন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরোভ ইরানের প্রতি সাময়িকভাবে পরমাণু পরিকল্পনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। কিন্তু তিনি বলেছেন, ইরানের শান্তিপূর্ণভাবে পরমাণু শক্তি ব্যবহারের অধিকার আছে।
অন্যান্য খবরে প্রকাশ, জাতি সংঘের মহাসচিব কোফি আনান একই দিন ইরানের পরমাণু সমস্যার প্রধান আলোচনা প্রতিনিধি আলু লারিজানির সঙ্গে টেলিফোনে আলোচনার পর বলেছেন, ইরান পরমাণু সমস্যা নিয়ে জার্মানী, ব্রিটেন ও ফ্রান্সের সঙ্গে "গম্ভীর ও গঠনমূলক আলোচনা" করতে ইচ্ছুক।
|