ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুছেহর মোট্টাকি ১৩ জানুয়ারী তেহরানে বলেছেন, যদি ইরানের পরমাণু সমস্যা জাতি সংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হয়, তাহলে ইরান আন্তর্জাতিক পনমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা বন্ধ করবে। এই অসহযোগিতায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ইরানের পরমাণু ব্যবস্থার ওপর অগ্রীম পরিক্ষা অন্তর্ভূক্ত।
১২ জানুয়ারী জার্মানী, ব্রিটেন, ফ্রান্স প্রকাশ করেছে যে, ই ইউ ও ইরানের পরমাণু সমস্যা সংক্রান্ত সংলাপ অবলাবস্থায় পড়েছে, সেজন্যে জাতি সংঘ নিরাপত্তা পরিষদের উচিত এ সমস্যার সমাধানে যোগ দেয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইস ১২ জানুয়ারী ওয়াশিংটনে বলেছেন, ইরানের পরমাণু গবেষণা পরিকল্পনা আবার শুরু করা হচ্ছে আন্তর্জাতিক সমাজের প্রতি এক বিপদজনক হুমকি ইরানের পরমানূ সমস্যা নিরাপত্তা পরিষদে উত্থাপন করা উচিত।
|