মার্কিন যুক্তরাষ্ট্রে' বিজ্ঞান ' পত্রিকা ১২ জানুয়ারী আনুষ্ঠানিকভাবে দক্ষিণ কোরিয়ার সিউল বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক হুয়াং উও সুক প্রমুখের লেখা দুটি নকল সন্দর্ভ তুলে নেয়ার কথা ঘোষনা করেছে ।
একই দিন এই পত্রিকার একটি বিবৃতিতে বলা হয়েছে , সিউল বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত তদন্ত রিপোর্টে বলা হয়েছে , হুয়াং উও সুকের লেখা দুটি প্রবন্ধই নকল বলে প্রমাণিত হয়েছে । তাই ' বিজ্ঞান' পত্রিকা বিনাশর্তে এই দুটি প্রবন্ধ পত্রিকা থেকে তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে । একই সময় এই পত্রিকা বিজ্ঞান মহলকে জানিয়েছে যে এই দুটি প্রবন্ধের গবেষণা ফল মিথ্যা ।
' বিজ্ঞান' পত্রিকার বিবৃতিতে আরো বলা হয়েছে , অনুরুপ ঘটনার পুনরাবৃত্তি এড়ানোর জন্য এই পত্রিকা সন্দর্ভ প্রকাশের ব্যবস্থাআরো কড়া ও পরিপূর্ণ করার চেষ্টা করবে ।
|