v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-01-13 16:16:29    
১৫ জানুয়ারী

cri
** চীনের প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা

    চীনের গণ মুক্তি ফৌজের উচ্চ সামরিক এ্যাকাডেমি--- প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় ১৯৮৬ সালের ১৫ই জানুয়ারী আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। এটা চীনে গণ মুক্তি ফৌজের সামরিক ইনস্টিটিউট, রাজনীতি ইনস্টিটিউট, রীয়্যার সার্ভিস ইনস্টিটিউটের ভিত্তিতে গঠিত হয়েছে।প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা থেকে প্রতিপন্ন হয়েয়ে যে, গণ মুক্তি ফৌজের ক্যাডার প্রশিক্ষণব্যবস্থার সংস্কার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এগিয়েছে। এটা বর্তমান যুগে চীনদেশের এবং চীনের সামরিক বাহিনীর বৈশিষ্ট্যসম্পন্ন প্রথম শ্রেণীর উচ্চ সামরিক এ্যাকাডেমি ।

    চীনের সামরিক বাহিনীর ক্যাডারদের তিন পর্যায় প্রশিক্ষণ ব্যবস্থার সর্বোচ্চ শ্রেণীর প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় হিসেবে তার উদ্দেশ্য হচ্ছে একবিংশ শতাব্দীর প্রথম দিকে আমাদের বাহিনীর আধুনিকায়ন গঠনের প্রয়োজনীয় উচ্চ পর্যায়ের সেনা পরিচালনাকারী ব্যক্তি প্রশিক্ষণ করা। তাঁরা সার্বিকভাবে স্থল, নৌ, বিমান, সামরিক, রাজনীতি এবং রীয়্যার সার্ভিস প্রভৃতি যাবতীয় কাজ নেতৃত্ব দিতে পারবেন এবং সামরিক ও রাজনীতি এবং কূটনীতি সবই ভালো করে জানবেন।

    প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রিন্সিপ্যাল হলেন জেনারেল চাং চেন, তিনি চীনের ডেপুটি চীফ অব দি জেনারেল স্টাফ এবং নানচিং সামরিক ইনস্টিটিউটের প্রিন্সিপ্যাল ছিলেন, দীর্ঘকাল ধরে সামরিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক কাজ করেছেন , তাঁর সমৃদ্ধ প্রশিক্ষণ অভিজ্ঞতা আছে।

** পেইচিং অপেরার শিল্পী কাই জিওথিয়ানের মৃত্যু

    চীনের পেইচিং অপেরা " প্রাচ্যের অপেরা " বলে অভিহিত হয় । তা পুরোপুরিই চীনা সংস্কৃতির মূল্যবান মুক্তা । পেইচিংয়ে এর জন্ম হয়েছে বলে পেইচিং অপেরা নামে পরিচিত । পেইচিং অপেরার রয়েছে দু শ'রও বেশি বছরের ইতিহাস । তার উত্পত্তি খুঁজে বের করতে হলে কয়েক ধরনের প্রাচীন স্থানীয় অপেরার কথার উল্লেখ করতে হবে , বিশেষ করে অষ্টাদশ শতাব্দিতে দহ্মিণ চীনে প্রচলিত "হুয়ে অপেরা"র কথার উল্লেখ করতে হবে । ১৭৯০ সালে সম্রাটের জন্মদিনের অনুষ্ঠানে অভিনয়ের জন্যে প্রথম হুয়ে অপেরার দল পেইচিংয়ে প্রবেশ করে । তারপর আরো কিছু সংখ্যক হুয়ে অপেরার দল অভিনয়ের জন্যে পেইচিংয়ে যায় । হুয়ে অপেরার দল মূলত ভ্রাম্যমান অভিনয় করে বেড়াতো এবং অন্যান্য অপেরার নাট্যকর্ম আর অভিনয় পদ্ধতি আহরণ করতে নিপুণ ছিল । যেহেতু এক সময়ে পেইচিংয়ে বহু সংখ্যক স্থানীয় অপেরার সমাগম ছিল , সেহেতু শিল্পকলার ক্ষেত্রে হুয়ে অপেরার দ্রুত উন্নতি হয়।

    কাই জিওথিয়ান ছিলেন সারা বিশ্বে চীনের সবচেয়ে পরিচিত পেইচিং অপেরার অন্যতম শিল্পী । তিনি ৮ বছর বয়সে পেইচিং অপেরা শিখতে শুরু করে এবং ১১ বছর বয়সে মঞ্চে উঠে অভিনয় করেন । পঞ্চাশাধিক বছরের অভিনয়ের ইতিহাসে কাই জিওথিয়ান "তান" ভূমিকার গাওয়া , আবৃত্তি , নাচ , সংগীত , পোষাক , মেক আপ প্রভৃতি ক্ষেত্রের সৃজনশীল উন্নতি সাধন করেছেন এবং নিজের বিশেষ শিল্পশৈলী গড়ে তুলেছেন । ১৯১৯ সালে কাই জিওথিয়ান চীনের পেইচিং অপেরা দল নিয়ে জাপানে গিয়ে অভিনয় করেছিলেন । এটা ছিল বিদেশে চীনের পেইচিং অপেরার প্রথম অভিনয় । ১৯৩০ সালে কাই জিওথিয়ান আবার পেইচিং অপেরা দল নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে অভিনয় করেন এবং বিরাট সাফল্য অর্জন করেন । ১৯৩৪ সালে তিনি আমন্ত্রণক্রমে ইউরোপ সফর করেন এবং ইউরোপের অপেরা মহলের গুরুত্ব লাভ করেন । তারপর পৃথিবীর বিভিন্ন স্থান পেইচিং অপেরাকে চীনের অভিনয়-অপেরা হিসেবে অভিহিতকরতে শুরু করেন ।

    ১৯৭১ সালের ১৫ জানুয়ারী কাই জিওথিয়ান মারা যান।