v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-01-13 16:05:26    
১৪ জানুয়ারী

cri
** যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি

    ১৭৮৪ সালের ১৪ই জানুয়ারী , মার্কিন কংগ্রেস বৃটেনের সঙ্গে শান্তি চুক্তির অনুমোদন দিয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে। ১৭৭৫ সালের ১৯শে এপ্রিল উত্তর আমেরিকার ১৩টি উপনিবেশের জনগণ বৃটেনের ঔপনিবেশিক শাসন উত্খাত করে স্বাধীনতা অর্জনের যুদ্ধ শুরু করেন। একই বছরের মে মাসে দ্বিতীয় মহাদেশ অধিবেশনে সেনা বাহিনী সংগঠন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে, এবং ওয়াশিংটনকে স্থল বাহিনীর প্রধান সেনাপতির পদে মনোনীত করা হয়েছে। ১৭৭৬ সালের ৪ঠা জুলাই "স্বাধীনতা ঘোষণা"প্রকাশিত হয়, তাতে বৃটেন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার কথা ঘোষিত হয়েছ। ১৭৮১ সালের অক্টোবর মাসে বৃটিশ ঔপনিবেশিক বাহিনীর প্রধান শক্তি ইয়োক জেলায় প্রচন্ড আঘাত পেয়ে বাধ্য হয়ে শান্তি চুক্তি স্বাক্ষর করেছে। ১৭৮৩ সালের সেপ্টেম্বর মাসে বৃটেন আর যুক্তরাষ্ট্রের মধ্যে প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, বৃটেন আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করেছে।

** ক্যাসাব্লাংকা সম্মেলন মরক্কোয় আয়োজিত

    ১৯৪৩ সালের ১৪ জানুয়ারী ক্যাসাব্লাংকা সম্মেলন শুরু হয়। যদিও মার্কিন ও ব্রিটিশ রণনীতিবিদদের মধ্যে কিছু কিছু সমস্যায় মতভেদ আছে , কিন্তু মার্কিন প্রেসিডেন্ট রোসেভেলট ও ব্রিটেনের প্রধানমন্ত্রী চারচিল অক্ষশক্তি দেশগুলোকে যুদ্ধের লক্ষ্যবস্তু হিসেবে ধার্য করার ব্যাপারে এক মত হয়েছেন । দশ দিন ব্যাপী ক্যাসাব্লাংকা সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট রোসেভেলট বলেন " জার্মানী, ইতালি ও জাপানের সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস করলেই কেবল বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে " । এটা মানে জার্মানী, ইতালি ও জাপান বিনা শর্তে আত্মসমর্পন করবে এবং অন্য দেশ বা জাতির উপর এসব দেশের দখল ও দাসত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত দর্শনবিদ্যাও সম্পূর্ণভাবে ব্যর্থ হতে বাধ্য।

** ফ্রান্স ইউরোপীয় অভিন্ন বাজারে ব্রিটেনের প্রবেশ নিষিদ্ধ করে

    ১৯৬৩ সালের ১৪ জানুয়ারী ফ্রান্সের প্রেসিডেন্ট ডে গাউল্লে প্যারিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেন যে, ব্রিটেন ইউরোপীয় অভিন্ন বাজারে প্রবেশ করতে পারবে না । তাঁর এই বক্তব্যে অভিন্ন বাজারের সদস্য দেশগুলোবিস্মিত হয় এবং অভিন্ন বাজারের অন্যান্য সদস্যদেশ এর বিরোধিতা করে।

** চীনের প্রচারকার্য মন্ত্রী পর্যায়ের সম্মেলন আয়োজিত

    ১৯৯৭ সালের ১৪ জানুয়ারী চীনের প্রচারকার্য মন্ত্রী পর্যায়ের সম্মেলন পেইচিংয়ে আয়োজিত হয়। সম্মেলন জোর দিয়ে বলে যে নতুন বছরে প্রচার ও মতাদর্শগত ফ্রন্টের উচিত সংস্কার, উন্নয়ন ও স্থিতশীলতার জন্য বলিষ্ঠ ভাবাদর্শগত নিশ্চয়তা দেয়া এবং হংকং মাতৃভূমির কোলে ফিরে আসা ও চীনের কমিউনিস্ট পার্টির ১৫তম জাতীয় কংগ্রেস আয়োজিত হওয়ার জন্য একটি ভাল পরিবেশ সৃষ্টি করা ।

** " ফুটবল বিশ্ব" ম্যাগাজিন প্রকাশিত হয়

    ১৯৮০ সালের ১৪ জানুয়ারী " ফুটবল বিশ্ব" ম্যাগাজিন প্রকাশিত হয়, এটা চীনের ফুটবল সমিতির উদ্যোগে , গণ ক্রীড়া প্রকাশনালয়ে প্রকাশিত হয়। এই পত্রিকা বিশেষ করে চীন ও বিদেশের ফুটবল খেলার খবরাখবর এবং বিবরণ প্রচার করে।