১২ জানুয়ারী চীনের বীমা তত্ত্বাবধান প্রশাসন কমিটির সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি বলেছেন, বর্তমানে চীনের বীমা বাজারের প্রতিযোগিতামূলক সামর্থ্যের স্পষ্ট উন্নতি হয়েছে, গোটা বীমা শিল্পের সামর্থ্য ও বিপদ প্রতিরোধের ক্ষমতা বিরাট মাত্রায় জোরদার করা হয়েছে ।
সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০০৫ সালের শেষ দিক নাগাদ চীনের মূলভূভাগে মোট ৯৩টি বীমা সংস্থা রয়েছে । এদের মধ্যে ৪০টি বিদেশের পুঁজি বিনিয়োজিত বীমা কোম্পানি । ২০০৫ সালে চীনের মূলভূভাগের বীমা শিল্পের আয় প্রায় ৫০০ বিলিয়ন ইউয়ান রেনমিনপি, আগের চেয়ে ১৪% বৃদ্ধি হয়েছে । বীমা আয়ের দ্রুত বৃদ্ধি বীমা শিল্পের পুঁজির পরিমাণের দ্রুত সম্প্রসারণ ডেকে এনেছে , এর সঙ্গে সঙ্গে বীমা শিল্পের নিশ্চয়তাবিধানের সামর্থ্য ও বিপদ প্রতিরোধের সামর্থ্য জোরদার হয়েছে ।
|