১২ জানুয়ারী স্লোভেনিয়া সরকার ক্যাবিনেট সম্মেলন আয়োজন করে এক মত হয়েছে যে, ইরাকের কাছে সামরিক শিক্ষাদাতা পাঠানো হবে ,যাতে ন্যাটোর ইরাকী নিরাপত্তা বাহিনী প্রশিক্ষণের কর্তব্যে অংশগ্রহণ করা যায় ।
জানা গেছে, এই সিদ্ধান্ত অনুযায়ী ,স্লোভেনিয়ার ৪ জন সামরিক শিক্ষাদাতা বাগদাদের কাছে একটি প্রশিক্ষণ কেন্দ্রে ইরাকের মধ্য ও উচ্চপর্যায়ের সামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন, তাঁদের কার্যমেয়াদ ৬ মাস ।
স্লোভেনিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এই গ্রুপের সামরিক শিক্ষাদাতা দুই মাসের মধ্যে ইরাকে যাবেন । কিন্তু তাঁরা যুদ্ধে অংশগ্রহণ করবেন না এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোনো যৌথ বাহিনীর সামরিক অভিযানেও অংশগ্রহণ করবেন না ।
|