চীন ভারতের সঙ্গে ১২ জানুয়ারী পেইচিংয়ে " তেল ও প্রাকৃতিক গ্যাস সহযোগিতা জোরদার করার" স্মারকলিপি স্বাক্ষর করেছে।
এই স্মারকলিপি স্বাক্ষরের লক্ষ্য হলো দু'দেশের শক্তি সম্পদ ক্ষেত্রের সহযোগিতা জোরদার করা, যাতে শক্তি সম্পদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং এশিয় শক্তি সম্পদ বাজারের দাম স্থিতিশীল রাখার ব্যবস্থা ত্বরান্বিত করা যায়। চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিটির পরিচালক মা খায় ভারতের তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী মান শংকর আইয়ারের সঙ্গে এই দলিল স্বাক্ষর করেছেন।
জানা গেছে, দু'দেশ তেল ক্ষেত্রের সহযোগিতায় আরও অন্তর্ভুক্ত থাকবে অশোধিত তেল উন্নয়ন, তেল শোধন এবং কার্যকরভাবে শক্তি সম্পদ ব্যবহার করার ক্ষমতা উন্নত করা ইত্যাদি । দু'দেশ একটি কর্ম গ্রুপ প্রতিষ্ঠা করবে। প্রত্যেক বছরে অন্তত একবার বৈঠক করবে, যাতে সহযোগিতার অগ্রগতি ত্বরান্বিত করা যায়। এর আগেও দু'দেশের শিল্পপ্রতিষ্ঠান শক্তি সম্পদ ক্ষেত্রে সাফল্যমন্ডিত সহযোগিতা চালিয়েছে।
|