বণ্য প্রাণী রক্ষা ব্যবস্থাগুলোর কল্যানে চীনের বণ্য প্রাণীগুলোর অবস্থার অনেক উন্নতি হয়েছে । ১২ জানুয়ারী চীনের জাতীয় বন অধিদপ্তরের বন্য প্রাণী ও উদ্ভিদ সংরক্ষণ বিভাগের উপপ্রধান ওয়াং ওয়েই পেইচিংয়ে বলেছেন , অসুস্থ ও আহত বন্য প্রাণীদের চিকিত্সা ও সাহায্য করার জন্য চীনে মোট ১৬টি বন্য প্রাণী ত্রান কেন্দ্র ও তিন শতাধিক ত্রান শাখা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে । অবৈধভাবে বন্য প্রাণী পোষকদের শাস্তি দেয়ার জন্য সমগ্র দেশের বন্যপ্রাণীপোষক সংস্থাগুলোর ওপর পরীক্ষা চালানো হয়েছে । বন্য প্রাণীর অবস্থা উন্নত করার জন্য চীনের সংশ্লিষ্ট বিভাগ বন্য প্রাণী পোষা ও পরিবহন সংক্রান্ত নিয়মবিধি প্রনয়ন করেছে ।
সাম্প্রতিক বছরগুলোতে বড় প্যান্ডা , বাঘ ও স্বর্ণকেশী বানর ইত্যাদি বিলুপ্তপ্রায় দুর্লভ বন্য প্রাণী রক্ষার জন্য চীন সরকার অনেক ব্যবস্থা নিয়েছে এবং বণ্য প্রাণীর নানা ধরণের রোগের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের কাজ জোরদার করেছে ।
|