বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের দায়িত্বশীল ব্যক্তি মার্ক ডানজোন ১১ জানুয়ারী আনকারায় বলেছেন , বিশ্ব স্বাস্থ্য সংস্থা তুরস্ক সরকারের নেয়া বার্ড ফ্লু প্রতিরোধ ব্যবস্থায় সন্তুষ্ট । তিনি একই দিন তুরস্কের স্বাস্থ্য মন্ত্রী আকদাগের সঙ্গে বৈঠক করেছেন । বৈঠকের পর অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে ডানজোন বলেছেন , তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয় বার্ড ফ্লু প্রতিরোধের প্রতি যথেষ্ট গুরুত্ব দিয়েছে এবং কার্যকর ব্যবস্থা নিয়েছে । তুর্কী স্বাস্থ্যমন্ত্রী আকদাগ বলেছেন , তুরস্কের বার্ড ফ্লুর প্রকোপ নিয়ন্ত্রনাধীন রয়েছে । আজ পর্যন্ত মোট ১৫জন বার্ড ফ্লু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে , এদের মধ্যে তিনজন মারা গেছেন ।
একই দিন জাতি সংঘ খাদ্য ও কৃষি সংস্থার একজন পদস্থ কর্মকর্তা বলেছেন , যদিও তুরস্ক সরকার প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে , তবে বার্ড ফ্লুর ভাইরাস তুরস্ক থেকে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে । তিনি তুরস্কের প্রতিবেশী দেশগুলোর প্রতি সতর্কতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন । ইউরোপীয় ইউনিয়ন ১১ জানুয়ারী তার বন্য পাখির উড্ডয়ন তত্ত্বাবধান ও নিয়ন্ত্রন পরিকল্পনার মেয়াদ ২০০৬ সালে শেষ নাগাদ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে । অন্য একটি খবরে বলা হয়েছে , রোমানিয়ার কৃষি মন্ত্রণালয় ১১ জানুয়ারী ঘোষণা করেছে , রোমানিয়ার পূর্বাঞ্চলে আরো দুটি জায়গায় বার্ড ফ্লুর প্রকোপ দেখা দিয়েছে , তবে মানবদেহেবার্ড ফ্লুর ভাইরাস সংক্রমনের ঘটনা ঘটে নি ।
|