গত বছর চীনের তিব্বত স্বায়তশাসিত অঞ্চলের জি ডি পির মোট মূল্য ২৫ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে , অর্থনীতির বৃদ্ধিহার পর পর পাঁচ বছর ১২ শতাংশ ছাড়িয়ে গেছে । জানা গেছে , গত পাঁচ বছরে কেন্দ্রীয় সরকার ও অন্যান্য প্রদেশ ও শহরের সমর্থনে তিব্বতের অর্থনীতি স্থিরগতিতে বৃদ্ধি পাচ্ছে। পাঁচ বছরে তিব্বতের স্থাবর পরিসম্পদ খাতে অর্থবিনিয়োগ ৬৯ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে , এর মধ্যে ৫০ বিলিয়ন সরকারী অর্থবিনিয়োগ ।
বর্তমানে তিব্বতের রেলপথ , বিমানবন্দর ও জলবিদ্যুত কেন্দ্র প্রভৃতি বড় বড় প্রকল্পের নির্মাণকাজ ঠিকমতো চলছে । বুনিয়াদী গঠনকাজের পশ্চাত্পদ অবস্থার উন্নতি হচ্ছে । এখন পরিসেবামূলক তৃতীয় শিল্প তিব্বতের প্রধান শিল্পে পরিণত হচ্ছে । কৃষক ও পশুপালকদের আয় আগের চেয়ে লক্ষনীয়ভাবে বেড়েছে ।
|