ইসরাইলের লিকুদ গোষ্ঠির কেন্দ্রীয় অফিস ১১ জানুয়ারী একটি ঘোষণায় বলেছে, লিকুদ গোষ্ঠির চেয়ারম্যান নেতানিয়াহু চারজন মন্ত্রীর প্রতি ১২ জানুয়ারী পদত্যাগ এবং বর্তমান যৌথ সরকার থেকে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন।
ঘোষণায় বলা হয়, মার্চ মাসে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনের জন্যে প্রস্তুতি নেবার জন্যে নেতানিয়াহু লিকুদ গোষ্ঠির চারজন মন্ত্রীর প্রতি পদত্যাগ করার দাবি জানিয়েছেন। যদি লিকুদ গোষ্ঠির মন্ত্রীরা অব্যাহতভাবে যৌথ সরকারে নিযুক্ত থাকেন, তাহলে তাঁরা লিকুদ গোষ্টির পদপ্রাথী হিসেবে নির্বাচনে যোগ দিতে পারবেন না।
নিয়ম অনুযায়ী, লিকুদ গোষ্ঠির মন্ত্রীদের পদত্যাগ ৪৮ঘণ্টা পর কার্যকর হবে।
লিকুদ মন্ত্রীদের ৮ জানুয়ারী পদত্যাগ করার কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী শ্যারন গুরুতর রোগাক্রান্ত হওয়ার জন্যে লিকুদ গোষ্ঠি পদত্যাগের সময় পিছিয়ে দিয়েছে।
|