জাতি সংঘের মহা সচিব কফি আনান ১১ জানুয়ারী জাতি সংঘ নিরাপত্তা পরিষদের কাছে দেয়া একটি চিঠিতে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রাফিক আল হারিরির হত্যা মামলা তদন্ত করার ব্যাপারে আন্তর্জাতিক তদন্ত কমিটির নতুন দায়িত্বশীল ব্যক্তি নিয়োগের বিষয় অবহিত করেছেন।
আনানের নিযুক্তি অনুসারে বর্তমান আন্তর্জাতিক অপরাধ আদালতের উপ অভিশংসক, বেলজিয়ামের সাবেক প্রধান অভিশংসক সেরগে ব্রামের্তস হারিরির হত্যা মামলা তদন্ত কমিটির নতুন প্রধান নিযুক্ত হয়েছেন। তিনি সাবেক প্রধান ও জার্মান অভিশংসক দেতলেভ মেহলিসের স্থলাভিষিক্ত হবেন। চিঠিতে আনান মেহলিসের কাজের প্রশংসা করেছেন এবং তদন্ত কমিটির কাজের প্রতি তার অব্যাহত সমর্থন আবার ঘোষণা করেছেন।
অন্য খবরে প্রকাশ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কনডোলিত্জা রাইস ১১ জানুয়ারী প্রকাশিত একটি বিবৃতিতে বলেছেন, সিরিয়াকে হারিরির হত্যাকান্ড মামলার তদন্তে বাধাদান থেকে নিরস্ত করতে হবে এবং জাতি সংঘ নিরাপত্তা পরিষদের দাবি অনুসারে সার্বিক ও শর্তহীনভাবে তদন্তে সাহায্য করতে হবে। রাইস হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছেন, সিরিয়া অব্যাহতভাবে আগেকার উপায় অবলম্বন করলে যুক্তরাষ্ট্র এই সমস্যা জাতি সংঘ নিরাপত্তা পরিষদের কাছে দাখিল করবে।
|