আমি জীবনকে ভালবাসি মরনকে নয়,
কারণ আমি সি আর আইকে ভালবাসি ।
সি আর আইকে শুনলে, আমার কথা বললে
আমি সুন্দর জীবনকে ফিরে পাই ।
আমি আলোকে ভালোবাসি
অন্ধকারকে নয়
কারণ আমি সি আর আইকে ভালোবাসি
সি আর আই-এর বাংলা অনুষ্ঠান তিনবার শুনলে
জীবনের অন্ধকারকে অবিশ্বাস করি
কারণ আমি সি আর আইকে ভালবাসি
ভালবাসি,ভালবাসি, I love you CRI ।
---বাংলাদেশের রাজবাড়ী জেলার হামরাট গ্রামের সুমী খান
|