দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী মাদাম দ্লামিনি জুমা ১২ জানুয়ারী নিউইয়োর্কে জাতি সংঘের সদর দপ্তরে গিয়ে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে জি-৭৭ পালাক্রমিক সভাপতি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছেন।
দক্ষিন আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় ১১ জানুয়ারী একটি বিবৃতিতে বলেছে, দক্ষিণ আফ্রিকা জি-৭৭ পালাক্রমিক সভাপতি রাষ্ট্রের দায়িত্ব পালন করার সময়ে প্রচেষ্টা চালিয়ে গ্রুপের অধিকার সুরক্ষা করবে, দক্ষিণ ও উত্তর সম্পর্ক উন্নত করবে, উন্নয়নমুখী দেশগুলোর উন্নয়নের প্রক্রিয়া সমর্থন করবে এবং বিশ্বায়নের ব্যাপারে উন্নয়নমুখী দেশগুলোর অভিন্ন অধিষ্ঠান অবলম্বন ত্বরান্বিত করবে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, জি-৭৭ হলো জাতি সংঘের কাঠামোতে উন্নয়নমুখী দেশগুলোর একটি বৃহত্তম গোষ্ঠি। দক্ষিণ আফ্রিকা পালাক্রমিক সভাপতি রাষ্ট্রের দায়িত্ব পালন করার সময়ে নতুন সহস্রাব্দীর উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নকে অগ্রাধিকার দেবে।
|