v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-01-11 21:26:38    
০১১১ ক্রীড়া খবর

cri
সম্প্রতি পেইচিং শিল্প ও বাণিজ্য বিভাগের দায়িত্বশীল ব্যক্তি ঘোষণা করেছেন, ২০০৮ সালের পেইচিং অলিম্পিক গেমসের জন্যে সরবরাহযোগ্যখাবারে ডিজিটাল লেবেল সেঁটে রাখা হবে।

২০০৬ সালের সু্ইস ব্যাডমিন্টন উন্মক্ত প্রতিযোগিতা ৮ জানুয়ারী বাসায় সমাপ্ত হয়েছে। চীন দল যথাক্রমে নারীদের জুটিতে চ্যাম্পীয়ন এবং নারী আর পুরুষদের একক দফায় রানাস-আপ অর্জন করেছেন।

৫ জানুয়ারী চীনের বাস্বেটবল সমিতি এবং দক্ষিণ কোরিয়ার পেশাদার বাস্কেটবল ইউনিয়ন পেইচিংএ ঘোষণা করেছে, চলতি মাসের শেষ দিকে দু'দেশের মধ্যে তারকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দু'দেশের যার যার পেশাদার বাস্কেটবল দলের শ্রেষ্ঠ খেলোয়াড়দের নিয়ে দু'দেশের তারকা দল গঠিত হবে। আগামী ২২ জানুয়ারী দক্ষিণ কোরিয়ার সিউলে দুই দলের মধ্যে প্রথম খেলা আয়োজিত হবে। ২৪ জানুয়ারী চীনের হোনান প্রদেশের জিইয়ান শহরে দুই দলের মধ্যে দ্বিতীয় বার খেলা আয়োজিতহবে। ২০০৫ সালে চীন-দক্ষিণ কোরিয়া তারকা প্রতিযোগিতা প্রতিষ্ঠিত হয়।২০০৫ সালের প্রতিযোগিতায় দুই দল এক বার করে জিতেছে।

২০০৭ সালের এশিয়া কার্প ফুটবল প্রতিযোগিতার বাছাই পযার্য়ের প্রতিযোগিতার গ্রুপ ভাগাভাগির ফলাফল মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লাম্পুরে প্রকাশিত হয়েছে। বাছাই পযার্য়ের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩৪টি দলকে ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে প্রথম আর দ্বিতীয় স্থান প্রাপ্ত দুটি দল পরবর্তী পযার্য়ের প্রতিযোগিতায় উন্নীত হবে। চীন দল, ইরাক দল, সিংগাপুর দল এবং ফিলিস্তিনি দল ই গ্রুপে । চলতি বছরের ফেব্রয়ারী থেকে নভেম্বর মাস পযর্ন্ত তাদের মধ্যে প্রতিযোগিতা চলবে। ২০০৭ সালের এশিয়া কার্প ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পযার্য়ের প্রতিযোগিতা ২০০৭ সালের ৭ থেকে ২৯ জুলাই পযর্ন্ত যথাক্রমে ইন্দোনেসিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড আর ভিয়েতনামে অনুষ্ঠিত হবে।

৮ জানুয়ারী চীনের গুয়াংযৌ শহরে চীনের গুওয়াংডং প্রাদেশিক ফুটবাল দল আর চীনের হংকং ফুটবল দলের মধ্যে প্রতিযোগিতা হয়েছে। গুওয়াংডং দল হংকং দলকে ২:০ গোলে পরাজিত করেছে। দু'দলের মধ্যে বছরে এক বার করে এই ঐতিহ্যিক প্রতিযোগিতা আয়োজিত হয়। ১৯৭৮ সাল থেকে এই প্রতিযোগিতা শুরু হয়।

হংকং আন্তর্জাতিক নারী টেনিস চ্যালেঞ্জ প্রতিযোগিতা ৭ জানুয়ারী সমাপ্ত হয়েছে। বেলজিয়ামের নাম-করা খেলোয়াড় কিম ক্রিজস্টেরস মার্কিন যুক্তরাষ্ট্রের খেলোয়াড় লিনডসাই ডাভেনপোটকে পরাজিত করে ২০০৬ সালের প্রথম চ্যাম্পীয়ন হয়েছেন।

২০০৬ সালের বিশ্ব টেনিসের নারী-পুরুষ মিশ্র দলগত প্রতিযোগিতার হোপমান কার্প ৬ জানুয়ারী অষ্ট্রেলিয়ার পার্সে সমাপ্ত হয়েছে। যুক্তরাষ্ট্র দল ২:১ সেটে নেজারল্যান্ড দলকে পরাজিত করেছে।