|
|
(GMT+08:00)
2006-01-11 21:25:26
|
চীনের বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন ধাপ দ্রুততর হবে
cri
চীনের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলন১১ জানুয়ারীপেইচিংএ সমাপ্ত হয়েছে। এর আগে সম্মেলনে অংশ নেওয়ার সময় চীনের প্রধান মন্ত্রী উয়েন চিয়া পাও জোর দিয়ে বলেছেন, চীনের বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের ধাপ দ্রুততর করা হবে। তিনি বলেছেন, নিজের শক্তির উপর নির্ভর করে উদ্ভাবন করা বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নের আত্ম এবং একটি জাতির উন্নয়নের অফুরন্ত চালিকা-শক্তি। সুতরাং নিজের শক্তির উপর নির্ভর করে উদ্ভাবনের ক্ষমতা উন্নত করাকে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতিদ্বন্দ্বিতা শক্তি উন্নত করার প্রথম বিকল্প হিসেবে গণ্য করা উচিত। তিনি জোর দিয়ে বলেছেন, ভবিষ্যতে চীন শক্তি সম্পদের উন্নয়ন এবং পানির উত্সস্থলের পরিবেশ সংরক্ষণের অগ্রাধিকার দেবে। চীনের বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন দ্রুত করার জন্যে প্রাণী ও উদ্ভিদ প্রযুক্তি আর সামুদ্রিক প্রযুক্তির উন্নয়ন দ্রুত করা হবে এবং প্রাথমিক বিজ্ঞান ও প্রযুক্তি আর অগ্রসর প্রযুক্তির গবেষণা জোরদার হবে।
|
|
|