|
 |
(GMT+08:00)
2006-01-11 21:05:12
|
চীনের গেরি পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক
cri
আফ্রিকা সফরের পথে যাত্রাবিরতিকালেচীনের পররাষ্ট্র মন্ত্রী লি চাও সিং ১১ জানুয়ারী হাংগেরির পররাষ্ট্র মন্ত্রী সোমোগি ফেরেনসের সঙ্গে কর্ম বৈঠক করেছেন। বৈঠকে দু'পক্ষ দু'দেশের সম্পর্কের সুষ্ঠু বিকাশের ইতিবাচক মূল্যয়ন করেছে। দু'পক্ষ মনে করে দু'দেশের নেতাদের মধ্যে অর্জিত মতৈক্য বাস্তবায়নের জন্যে মিলিত প্রচেষ্টা চালাতে হবে, উচ্চ পর্যায়ের সফর বিনিময় আর রাজনৈতিক সংলাপ বজায় রাখতে হবে এবং আর্থ-বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রের আদান-প্রদান আর সহযোগিতা তরান্বিত করতে হবে। বৈঠকে লি চাও সিং জোর দিয়ে বলেছেন, চীন ইইউতে হাংগেরির গুরুত্বপূর্ণ ভূমিকাকে গুরুত্ব দেয়। তা ছাড়া, দু'পক্ষ আফগান সমস্যা, ইরানের পরমাণু সমস্যা এবং কোরিয় উপ-দ্বীপের পরমাণু সমস্যা প্রভৃতি বিষয়াদি নিয়ে মত বিনিময় করেছে।
|
|
|