কাজাখস্তান সফররত চীনের ভাইস প্রেসিডেন্ট জেন ছিন হং ১১ জানুয়ারী আস্টানায় কাজাখস্তানের প্রেসিডেন্ট নাজারবায়েভের শপত গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি আরেক বার প্রেসিডেন্ট হু চিন থাওয়ের পক্ষ থেকে নাজারবায়েফেকে অভিনন্দন জানিয়েছেন। তিনি প্রত্যয়প্রকাশ করে বলেছেন, নাজারবায়েভকেয়েফের কার্যমেয়াদে দু'দেশের রণনৈতিক অংশীদার সম্পর্ক গভীরে বিকশিত হবে। নাজারবায়েফ বলেছেন, তিনি কাজাখস্তান-চীন সমর্ম্পকের উন্নয়নের জন্যে অবিরাম প্রচেষ্টা চালাবেন। একই দিন দু'দেশের মধ্যে একটি যৌথ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দু'দেশের মধ্যে রণনৈতিক অংশীদার সম্পর্কের প্রতিষ্ঠা বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা প্রসারিত করার জন্যে আরও উজ্জ্বল ভবিষ্যত উন্মোচিত করেছে।
বিজ্ঞপ্তিতে দু'দেশ আবার ঘোষণা করেছে, দু'দেশের নিরাপত্তা আইন সংশ্লিষ্টমহলের মধ্যেসমন্বয় আর সহযোগিতা জোরদার করতে হবে। মিলিতভাবে সন্ত্রাসবাদ, বিছিন্নতাবাদ এবং চরমপন্থীবাদ এবং তিনটি শক্তির উপর আঘাত হানার জন্যে সাংহাই সহযোগিতার কাঠামোতে অব্যহতভাবে শক্তিশালীপদক্ষেপ নিতে হবে। বিজ্ঞপ্তিতে কাজাখস্তান এক চীনের নীতিতে অবিচল থাকার কথা ঘোষণা করেছে।
|