চীনের রাষ্ট্রীয় শুল্ক প্রশাসনের মহাপরিচালক মু সিন সেন ১০ জানুয়ারী পেইচিংয়ে বলেছেন , গত বছর চীনের শুল্ক বিভাগ ৯৬০০টি নানা রকম চোরাচালান মামলা উদ্ঘাটন করেছে । উদ্ধারকৃত চোরাই পণ্যের মূল্য প্রায় ১০ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে ।
পেইচিংয়ে অনুষ্ঠিত রাষ্ট্রীয় শুল্ক প্রশাসনের অধিবেশনে মু সিন সেন এই তথ্য প্রকাশ করেছেন । তিনি বলেছেন , গত বছর শুল্ক বিভাগ চোরাচালান দমনে ধারাবাহিক অভিযান চালিয়েছে এবং বিপুল পরিমান অডিও-ভিডিও দ্রব্য আর মাদক আটক করেছে । এর মধ্যে ৪৭০ কিলোগ্রাম নানা রকম মাদক ছিল ।
তিনি আরো বলেছেন , এবছর চীনের যাবতীয় স্তরের শুল্ক বিভাগ অব্যাহতভাবে চোরাচালানের ওপর আঘাত জোরদার করবে এবং চোরাচালান নিবারণ আর কমানোর জন্য ব্যবস্থা নেবে ।
|