গত বছর চীন এবং তার প্রথম ছয়টি বাণিজ্য অংশীদারের দ্বিপাক্ষিক বাণিজ্য মূল্য পৃথক পৃথকভাবে একশ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। ই ইউ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলাদাভাবে চীনের দ্বিপাক্ষিক বাণিজ্য মূল্য দু'শ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।
চীনের রাষ্ট্রীয় শুল্ক প্রশাসন ১১ জানুয়ারীর একটি পরিসংখ্যানে বলেছে, গত বছরে ই ইউ চীনের বৃহত্তম বাণিজ্য অংশীদারের অবস্থানে রয়েছে। এরপর হচ্ছে যুক্তরাষ্ট্র এবং জাপান।
গত বছরে প্রধান প্রধান বাণিজ্য অংশীদার দক্ষিণ কোরিয়া এবং আসিয়ান থেকে আমদানি করা পণ্যের মোট পরিমাণও স্পষ্ট বেড়েছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য মূল্য প্রথমবারের মতো একশ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা পণ্যের মূল্য ৭৬.৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
|