ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক শিরাক ১০ জানুয়ারী বলেছেন, ফ্রান্স আশা করে, বিশ্ব বাণিজ্য সংস্থা ২০০৬ সাল শেষ হবার আগে সার্বিকভাবে দোহা রাউন্ড আলোচনা সম্পন্ন করতে পারবে।
শিরাক বলেছেন, ফ্রান্স আশা করে, বিশ্ব বাণিজ্য সংস্থার দোহা রাউন্ড আলোচনা ২০০৬ সালে বেশী অগ্রগতি অর্জন করতে পারবে এবং এই আলোচনার লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ একটি চুক্তির প্রশ্নে মতৈক্যে পৌছুতে পারবে। এর সঙ্গে সঙ্গে তিনি বলেছেন, ফ্রান্স মনে করে, প্রত্যাশিত চুক্তি সারা বিশ্বের শিল্প, বাণিজ্যিক উন্নয়ন ও দারিদ্র বিমোচন কাজ জোরদার করতে পারবে, যাতে বিশ্ব আর্থ-বাণিজ্য সিস্টেমের মধ্যে উন্নয়নমুখী সদস্য দেশগুলোর যোগদান এবং কৃষি ক্ষেত্রে বিভিন্ন পক্ষের স্বাক্ষরিত প্রতিশ্রুতি মেনে চলা নিশ্চিত করা যায়।
|