ইসরাইলের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এহুদ ওলমের্ত ১০ জানুয়ারী জেরুজালেমে বলেছেন, পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনীরা আগেকার উপায়ে ২৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য ফিলিস্তিনের বিধান পরিষদ নির্বাচনের সময় স্থানীয় ডাক অফিসে গিয়ে ভোট দিতে পারবেন। তবে হামাস পূর্ব জেরুজালেমে নির্বাচনী তত্পরতা চালাতে পারবে না।
খবরে প্রকাশ, ওলমের্ত একইদিন বিকেলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কনডোলিত্জা রাইসের সঙ্গে আলাপকালে উপরোক্ত কথা বলেছেন। তিনি আরো বলেছেন, ১৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য ইসরাইলের মন্ত্রী সভার নিয়মিত সাপ্তাহিক সম্মেলনে এই সমস্যা নিয়ে ভোট নেয়া হবে। তিনি বলেছেন, ইসরাইল ফিলিস্তিনের সন্ত্রাসী সংস্থা এবং তার প্রতিনিধিদের জেরুজালেমে নির্বাচনে অংশ নিতে অনুমতি দিবে না।
তা ছাড়া, ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী শাওল মোফাজ একইদিন এক টেলিভিশন ভাষণে বলেছেন, ইসরাইল গত বছরে ফিলিস্তিনের সাধারণ নির্বাচনে তার নেয়া ব্যবস্থা অবলম্বন করবে। পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনী ভোটদাতারা স্থানীয় ডাক অফিসে গিয়ে ভোট দিতে রাজী হয়েছে।
উল্লেখ্য যে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী সিলভান শালোম শীঘ্রই মোফাজের মন্তব্যে দ্বিমত প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইসরাইল পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনীদের আসন্ন বিধান পরিষদ নির্বাচনে ভোট দিতে অনুমতি দিবে না।
|