চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পুলিট ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য, উপপ্রধানমন্ত্রী হুয়াং চ্যু, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পুলিট ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য লি ছাং ছুন ১০ জানুয়ারী সন্ধ্যায় পেইচিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তির নতুন উদ্ভাবনের গুরুত্বপূর্ণ সাফল্য প্রদর্শনী দেখেছেন।
একইদিন সন্ধ্যায় তাঁরা আলাদা আলাদাভাবে প্রদর্শনীভবনে গিয়েছেন। তাঁরা সাম্প্রতিক বছরগুলোতে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন এবং উদ্ভাবনে অর্জিত কতকগুলো গুরুত্বপূর্ণ সাফল্য এবং সংশ্লিষ্ট প্রযুক্তি ও পণ্যদ্রব্যের গবেষণা ,উন্নয়ন আর বাজার জনপ্রিয় করার অবস্থার প্রদর্শনী দেখেছেন।
বিজ্ঞান ও প্রযুক্তির নতুন উদ্ভাবনের গুরুত্বপূর্ণ সাফল্য প্রদর্শনী স্বকীয় উদ্ভাবনের সামর্থ্য উন্নত করার ওপর গুরুত্ব আরোপ করেছে। প্রদর্শনীতে চীনের বিজ্ঞান ও প্রযুক্তির ৪৮০টি গুরুত্বপূর্ণ সাফল্য ও ৮০০টি বাস্তব জিনিস ও মডেল দেখানো হয়েছে। এবারকার প্রদর্শনীতে চীনের বিজ্ঞান ও প্রযুক্তির স্বকীয় উদ্ভাবনের গুরুত্বপূর্ণ সাফল্য , হাই টেকের লক্ষনীয় অগ্রগতি এবং চীনের বিজ্ঞানী ও প্রযুক্তি বিদদের সংখ্যা বৃদ্ধি ও মানের অব্যাহত উন্নতি দেখানো হয়েছে।
|