১০ জানুয়ারী চীনের উপপ্রধানমন্ত্রী উ ই পেইচিংয়ে বলেছেন, চীন প্রচেষ্টা চালিয়ে পর্যটনশিল্পকে জাতীয় অর্থনীতির এক গুরুত্বপূর্ণ শিল্প হিসেবে প্রতিষ্ঠা করবে ।
একইদিনে অনুষ্ঠিত চীনের পর্যটন সম্মেলনে তিনি এই কথা বলেছেন । তিনি বলেছেন, বর্তমানে চীন পর্যটন সম্পদের বৃহত্ দেশ থেকে বিশ্বের পর্যটনের বৃহত্ দেশে পরিণত হওয়ার ঐতিহাসিক অগ্রগতি অর্জন করেছে । ভবিষ্যতে চীন অব্যাহতভাবে স্বদেশের পযর্টন বাজারের উন্নয়ন দ্রুততর করবে এবং জনপ্রিয় পর্যটন দ্রব্য সৃষ্টি করবে । এর সঙ্গে সঙ্গে কৃষি বা পল্লি পর্যটনের আদর্শ দর্শনীয় স্থানের প্রতিষ্ঠা ত্বরান্বিত করবে, পর্যটন উন্নয়নের মাধ্যমে কৃষকদের আয় বাড়ানো হবে । তা ছাড়া, চীন পযর্টন নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা আর জরুরী কার্যক্রম ব্যবস্থাপ্রতিষ্ঠা করবে ,যাতে পর্যটন নিরাপত্তা জোরদার করা যায় ।
পরিসংখ্যান থেকে জানা গেছে, গত বছরে চীনের শহরবাসীদের পর্যটন হার ৯০% ছাড়িয়ে গেছে , এদের মধ্যে বিদেশে ভ্রমণের সংখ্যা ৩ কোটি ১০ লক্ষ পার্সন টাইমস । সারা বছরে পর্যটনের আয় ৭৬০ বিলিয়ন ইউয়ান রেনমিনপি ছাড়িয়ে গেছে । পরিকল্পনা অনুযায়ী,২০১০ সাল নাগাদ চীনের পর্যটনের মোট আয় ১.২ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়াবে।
|