মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিন মেকোর্মাক ১০ জানুয়ারী ঘোষণা করেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইস দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বান কিমুনের সঙ্গে চলতি মাসের ১৯ তারিখে দ্বিপাক্ষিক ,আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা নিয়ে ওয়াশিংটনে প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু করবেন।
তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, এবারকার বৈঠক হবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে একদফা রণনৈতিক পরামর্শ। এই বৈঠক দু'দেশের অংশীদারিত্বের সম্পর্ক প্রতিফলিত হবে এবং দু'দেশের সহযোগিতা আরো উন্নত করা হবে। জানা গেছে, বৈঠকে দু'পক্ষ যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মিত্র সম্পর্ক এবং কোরিয়া উপদ্বীপের পারমাণবিক সমস্যার ছ'পক্ষীয় বৈঠক ইত্যাদি সমস্যা নিয়ে পরামর্শ করবে।
বান কিমুন চলতি মাসের প্রথম দিকে বলেছেন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের রণনৈতিক সংলাপ দু'দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকের আওতা ছাড়িয়ে যাবে, তা কোরীয় উপদ্বিপে মাঝারি ও দীর্ঘ মেয়াদী শান্তি ব্যবস্থা প্রতিষ্ঠা নিয়ে একটি আলোচনা করার সংলাপে পরিণত হবে।
|