v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-01-10 21:29:35    
১০ জানুয়ারী

cri
    আন্তজার্তিক সংঘ প্রতিষ্ঠি হয়

    প্রথম মহা যুদ্ধ চলাকালে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি পুঁজিবাদী শ্রেণী আর শান্তি সংগঠন আন্তর্জাতিক বিরোধ মধ্যস্থতা করার জন্য একটি সংস্থা গড়ে তোলার প্রস্তাব উত্থাপন করে। ১৯২০ সালের ১০ জানুয়ারী আন্তর্জাতিক সংঘ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। প্রথম মহা যুদ্ধে যে সব দেশ জার্মিনী আর অষ্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সে সব দেশ এই সংঘের প্রতিষ্ঠাতা সদস্য দেশ ছিল। প্রথম দিকে ৪৪টি সদস্য দেশ, পরে আস্তে আস্তে ৬৩টি সদস্য দেশ হয়ে যায়। এই সংঘের সদর দফতর জেনিভায় অবস্থিত। চীন ১৯২০ সালের ২৯ জুন আন্তর্জাতিক সংঘে যোগ দেয়।

    ফ্রান্স আর বেলজিয়াম জার্মানীর লুয় অঞ্চল দখল করে

    ১৯২৩ সালের ১০ জানুয়ারী ফ্রান্স আর বেলজিয়ামের সৈন্যবাহিনী জার্মানীর লুয় অঞ্চল দখল করে।

    জাতি সংঘ সাধারণ পরিষদের প্রথম অধিবেশন লন্ডনে অনুষ্ঠিত হয়

    ১৯৪৬ সালের ১০ থেকে ১৬ জানুয়ারী পযর্ন্ত জাতি সংঘ সাধারণ পরিষদের প্রথম অধিবেশন লন্ডনে অনুষ্ঠিত হয়। ৫১টি সদস্য দেশ এই অধিবেশনে অংশ নেয়। নরওয়ের ল্যাই জাতি সংঘের প্রথম মহা সচিব নিবার্চিত হন।

    গুওমিনতাং পাটির একনায়কতন্ত্র নাকচ করা হয়

    ১৯৪৬ সালের ১০ জানুয়ারী চীনের ছুয়াংছিনে রাজনৈতিক আর পরামর্শ সম্মেলন অনুষ্ঠিত হয়। চীনের গুওমিনতাং পাটির ৮জন প্রতিনিধি, চীনের কমিউনিষ্ট পাটির ৭জন প্রতিনিধি ,যুব পাটির ৫জন প্রতিনিধি, গনতান্ত্রিক সংঘের ৯জন প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেয়।সম্মেলে চীনের গুওমিনতাং পাটির একনায়কতন্ত্র নাকচ করা হয়।

    মেকমিলেন এডেনের স্থলাভির্ষিক্ত হন

    ১৯৫৭ সালের ১০ জানুয়ারী মেকমিলেন এডেনের স্থলাভিষির্ক্ত হয়ে ব্রিটেনের প্রধান মন্ত্রী হন।

আন্তর্জাতিক টেবিল-টেনিস ভ্রাম্যমান প্রতিযোগিতা থিয়েনচিং শহরে অনুষ্ঠিত হয়

    ২০০২ সালের ১০ জানুয়ারী ডাভি আন্তর্জাতিক টেবিল-টিনিস ভ্রাম্যমান প্রতিযোগিতা চীনের থিয়েচিং শহরে অনুষ্ঠিত হয়। বিশ্বের শ্রেষ্ঠ নারী-পুরুষ খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় যোগ দেন। চীনা খেলোয়াড়রা ভাল নৈপুন্য দেখিয়ে বেশীর ভাগ স্বর্ণপদক অজর্ন করেন। চ্যাম্পীয়নের পুরস্কার ২ লক্ষ মার্কিন ডলার।

    চীন আর তিউনিসিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়

    ১৯৬৪ সালের ১০ জানুয়ারী চীন আর তিউনিসিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। ১৯৫৬ সালের ২০ মার্চ তিউনিসিয়া স্বাধীন হয়। তিউনিসিয়া জোর নিরপেক্ষ নীতি পালন করে।

বিশ্ব ট্রেড ইউনিয়নের যুক্ত সমিতি প্রতিষ্ঠিত হয়

    ১৯৪০ সালের ১০ জানুয়ারী বিশ্ব ট্রেড ইউনিয়নের যুক্ত সমিতি প্রতিষ্ঠিত হয়। চীনি হল এই সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা। চীন সক্রিয়ভাবে এই সংস্থার বিভিন্ন তত্পরতায় যোগ দেয়। চার পর পর এক বার করে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।