আগামী ১৫ বছরে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নের লক্ষ হল: ২০২০ সালে নতুন ধরনের দেশকে গড়ে তোলা, যাতে বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন আর্থ-সমাজিক উন্নয়নের প্রবল স্তম্ভে পরিণত হয়।৯ জানুয়ারী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলনে ভাষণ দেওয়ার সময় চীনের প্রেসিডেন্ট হু চিন থাও এ কথা বলেছেন।চীনের বিজ্ঞান আ্যকাডিমির আ্যকাডেমিশনসেন হন জি এ প্রসঙ্গে বলেছেন, উদ্ভাবনের ক্ষমতা উন্নত করা, অর্থনীতির বৃদ্ধির পদ্ধতির রুপান্তরের বাস্তবায়ন চীনের অর্থনৈতিক উন্নয়নের সম্মুখীন অত্যন্ত জরুরী নীতির বাছাই হয়ে দাঁড়িয়েছে।
পরিসংখ্যাণ অনুযায়ী, বতর্মানে অর্থনীতির বৃদ্ধিতে চীনের বিজ্ঞান ও প্রযুক্তির প্রগতির অবদান হার মাত্র ৩৯ শতাংশ। তবে যুক্তরাষ্ট্র , জাপান প্রভৃতি শিল্পোন্ন দেশগুলোর অবদান হার ৭০ শতাংশ। সম্প্রতি চীনের প্রণীত'দেশের মাঝারি-দীর্ঘকালীণ মেয়াদের বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন পরিকল্পনায়" বলা হয়েছে, ২০২০২ সালে অর্থনীতির বৃদ্ধিতে চীনের বিজ্ঞান ও প্রযুক্তির প্রগতির অবদান হার শতকরা ৬০ ভাগের কাছাকাছি বাড়বে।
|