|
চীনে ১১০ টেলিফোন যোগে পুলিশ জানানোর নেটওয়ার্ক প্রাথমিকভাবে গঠিত হয়েছে
cri
|
১০ জানুয়ারী চীনের গণ নিরাপত্তা মন্ত্রণালয় থেকে জানা গেছে, চীনের শহর আর গ্রামাঞ্চলের আওতাভূক্ত ১১০ টেলিফোন যোগে পুলিশ বিভাগে খবর দেয়া ও সাহায্য নেয়ার নেটওয়ার্ক প্রাথমিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে।১১০ হল চীনের পুলিশ বিভাগের স্থাপতি এক ধরনের সেবামূলক টেলিফোনলাইন। ২৪ ঘন্টার জন্যে বিনা পয়সায় জনসাধারণ ১১০ টেলিফোনলাইন যোগে সাহায্য আর অভিযোগ জানাতে পারেন।পরিসংখ্যাণ অনুযায়ী, ২০০৫ সালে চীনের পুলিশ বিভাগের ১১০ টেলিফোন লাইন জনসাধারণের ১ কোটি ৫৮ লক্ষটিফোকল গ্রহণ করেছে। তা ছাড়া, চীনের শহরাঞ্চলের আকস্মিক ঘটনা মোকাবেলা , ত্রাণকাজ ১১০ টেলিফোন লাইন সমন্বয় আর যোগাযোগর ভূমিকা পালন করেছে।
|
|