ইরানের জাতীয় পারমাণবিক শক্তি সংস্থার ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মায়িদি ১০ জানুয়ারী তথ্য জ্ঞাপন সভায় বলেছেন, ইরান সেদিন আনুষ্ঠানিকভাবে পারমাণবিক জ্বলানির গবেষণা শুরু করেছে।
তিনি বলেছেন, ইরান পারমাণবিক জ্বলানির গবেষণা পুনরুদ্ধার আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার পর্যবেক্ষকের রাজী পাওয়া হয়েছে, এবং তাঁদের তত্ত্বাবধানে চালানো হয়েছে।
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার একজন নারী মুখপাত্র ১০ জানুয়ারী প্রমাণ করেছেন, এ সংস্থার পর্যবেক্ষকের তত্ত্বাবধানে ইরান নাটানজে স্থল পারমাণবিক ব্যবস্থার অবরোধ ভেঙে ফেলা হয়েছে।
|