|
|
(GMT+08:00)
2006-01-10 20:36:53
|
|
জেন ছিন হং আর কাজাখস্তানের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক
cri
কাজাখস্তান সফররত চীনের ভাইস প্রেসিডেন্ট জেন ছিন হং ১০ জানুয়ারী সকালে বাস্টানায় কাজাখস্তানের প্রেসিডেন্ট নাজারবায়াফের সঙ্গে বৈঠক করেছেন।বৈঠকে জেন ছিন হং বলেছেন, দু'দেশের প্রতিবেশীসূলভ মৈত্রী আর পারস্পরিক উপকারিতার সম্পর্ক নতুন পযার্য়ে উন্নীত করার জন্যে চীন কাজাখস্তানের সঙ্গে হাতে হাত মিলিয়ে প্রচেষ্টা চালাতে ইচ্ছুক। নাজারবায়েফ আরেক বার প্রেসিডেন্ট নিবার্চিত হয়েছেন বলে জেন ছিন হং প্রথমে প্রেসিডেন্ট হু চিন থাওয়ের অভিনন্দন নাজারবায়েফকে পৌঁছে দিয়েছেন। তিনি বলেছেন, দু'দেশের প্রেসিডেন্ট দু'দেশের সম্পর্ককে রণনৈতিক অংশীদার সম্পর্কে রুপান্তর করেছেন। এটা দু'দেশের সম্পর্কের দীর্ঘকালীণ উন্নয়নের জন্যে দিকস্থিতি দেখিয়েছে।তাইওয়ান, তিব্বত এবং 'তিনটি শক্তির উপর আঘাত হানা প্রভৃতি ব্যাপারে কাজাখস্তান চীনকে যে সমর্থন দিয়েছে তার জন্যে চীন ধন্যবাদ জানিয়েছে। প্রেসিডেন্ট নাজারবায়েফ বলেছেন, প্রেসিডেন্ট হু চিন থাওয়ের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট জেন চিন হং তাঁর শপত গ্রহণের অনুষ্ঠানে অংশ নেওয়া থেকে প্রতিপন্ন হয়েছে যে, চীন দু'দেশের সম্পর্ককে গুরুত্ব দেয়। কাজাখস্তান চীনকে প্রকৃত বন্ধু হিসেবে গণ্য করে এবং চীনের দীর্ঘস্থায়ী বন্ধু হতে চায়। তিনি বলেছেন, কাজাখস্তান আর্থ-বাণিজ্যিক , শক্তি সম্পদ, নিরাপত্তা এবং মানবিক ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা আরও জোরদার করতে চায়।
|
|
|