|
|
(GMT+08:00)
2006-01-10 19:40:44
|
চীন-ভারত সীমান্ত সমস্যায় থাং চিয়া শিয়েনের মন্তব্য
cri
চীনের রাষ্ট্রীয় কাউসিলার থাং চিয়া শিয়েন ১০ জানুয়ারী পেইচিংএ বলেছেন, চীন আর ভারত শীঘ্রই সীমান্ত সমস্যা সমাধান করলে দু'পক্ষের মৌলিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তিনি আশা করেন, দু'পক্ষসার্বিক পরিস্থিতিবিবেচনা করে সীমান্ত সমস্যার নিষ্পত্তিরকাঠামোর নিয়ে আরও গভীরে আলোচনা করবে। ভারতের পররাষ্ট্র সচিব সারানের সঙ্গে সাক্ষাত করার সময় থাং চিয়া শিয়েন এ কথা বলেছেন। সারান বলেছেন, ভারত চীনের সঙ্গেরণনৈতিক সহযোগিতার দৃষ্টিভংগীতে সীমান্ত সমস্যার আশু নিষ্পত্তি নিয়ে আলোচনা করতে ইচ্ছুক। এর আগে চীনের উপ পররাষ্ট্র মন্ত্রী উ ডা ভিয়ে আর সারনের মধ্যে অভিন্ন স্বার্থ জড়িত আন্তর্জাতিক , আঞ্চলিক ব্যাপারদি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে মত বিনিময় হয়েছে।৮ জানুয়ারী সারান চীন-ভারত দ্বিতীয় রণনৈতিক সংলাপে অংশ নেয়ার জন্যেএসেছেন।
|
|
|