চীনের কেন্দ্রীয় সরকার কিছু দিন আগে বিভিন্ন জায়গায় এ বছরের মার্চ মাসের আগে অল্পদূষণকারী গাড়ীর উপর আরোপিত বিধি-নিষেধ তুলে নেয়ার নির্দেশ দিয়েছে। বিশেষজ্ঞদের মতে , এই ব্যবস্থা চীনের মটর গাড়ী শিল্পের উন্নয়নে আরো সুযোগ নিয়ে আসবে ।
চীনের অল্পদূষণকারী গাড়ীর উত্পাদন আন্তঃদেশীয় কম্পানিগুলোর সঙ্গে প্রতিদ্বন্দিতা করতে পারে এবং তা চীনের মোটর গাড়ী শিল্পের একটি সবচেয়ে স্বনির্ভর ক্ষেত্র । বর্তমানে চীনের আশিটিরও বেশী শহরে যানজটের কারণে অল্পদূষণকারী গাড়ীর চলাচল সীমিত করার ব্যবস্থা রয়েছে । পরিসংখ্যান থেকে জানা গেছে , তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে অল্পদুষণকারী গাড়ীগুলো ক্রমেই ক্রেতাদের কাছে সমাদৃত হচ্ছে । গত বছরের প্রথমার্ধে চীনাদের কেনা গাড়ীগুলোর মধ্যে এক তৃতীয়াংশই অল্পদূষণকারী গাড়ী ।
|