সিনহুয়া বার্তাসংস্থার একটি খবরে বলা হয়েছে, ২০০৫ সালের ৩১ ডিসেম্বর নাগাদ পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী চীনের সৈন্যবাহিনীর সংখ্যা আরও ২ লক্ষ কমিয়ে দেওয়া হয়েছে। বতর্মানে চীনের সৈন্য সংখ্যা ২৩ লক্ষ। ২০০৩ সালে চীনে নতুন দফা নিরস্ত্রীকরণের কাজ শুরু হয়েছে । এতে সৈন্যবাহিনীর মাত্রা আরও উপযুক্ত, কাঠামো আরও যুক্তিযুক্তএবং লড়াইয়ের শক্তি আরও জোরালোহবে। এবারকার নিরস্ত্রীকরণের পর চীনের স্থল সৈন্যসংখ্যা গোটা সৈন্যবাহিনীর মোট সংখ্যার অনুপাত ইতিহাসের নিম্নতম পর্যায়ে কমানো হয়েছে। গোটা সশস্ত্রবাহিনীতে নৌবাহিনী, বিমান বাহিনী আর রণনৈতিক বাহিনী অথার্ত দ্বিতীয় কামান বাহিনীর অনুপাত স্পষ্টভাবে বেড়েছে।
উল্লেখ্য, ১৯৮৫ সাল থেকে চীনে কয়েক বার নিরস্ত্রীকরণ হয়েছে। এখন পযর্ন্ত প্রায় ২০ লক্ষ সৈন্য কমিয়ে দেয়া হয়েছে।
|