উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ৯ জানুয়ারী আবার জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত উত্তর কোরিয়ার ওপর আরেবপিত অর্থনৈতিক শাস্তি উঠিয়ে নেয়া, নইলে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমানু পরিকল্পনা পরিত্যাগের সমস্যা নিয়ে আলোচনা করবে না।
তিনি বলেছেন, অর্থনৈতিক শাস্তি সমস্যা কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকের সঙ্গ সরাসরি সম্পর্কিত। চতুর্থ ছ'পক্ষীয় বৈঠকের "যৌথ ঘোষণায়" স্পষ্টভাবে বলা হয়েছে, কোরীয় উপদ্বীপের পরমাণু অস্ত্রমুক্তকরণের জন্যে, উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের উচিত পরষ্পরকে সম্মান করা, শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চশীল নীতি অনুসরণ করা। কিন্তু উত্তর কোরিয়ার ওপর মার্কিন অর্থনৈতিক শাস্তি এ নীতির পরিপন্থী।
তিনি জোর দিয়ে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপের পরমাণু অস্ত্রমুক্তকরণে গুরুত্ব দেয় এবং ছয় পক্ষীয় বৈঠক অগ্রগতি অর্জন আশা করে, তাহলে তার উত্তর কোরিয়াকে দেয়া অর্থনৈতিক শাস্তি তুলে নিয়ে, ছ'পক্ষীয় বৈঠকের আলোচনায় ফিরে যাওয়া উচিত।
|