চীনের পিপল্স ডেইলী পত্রিকার একটি খবরে বলা হয়েছে , ২০০৬ সাল থেকে প্রতি বছরের জুন মাসের দ্বিতীয় শনিবার চীনের সাংস্কৃতিক উত্তরাধিকার সম্পদ দিবস পালিত হবে ।
চীনের জাতীয় পুরাকীর্তি অধিদপ্তরের একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন , বর্তমানে চীনের সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষার কাজ আশানুরুপ নয় । সরকার আশা করে , সাংস্কৃতিক উত্তরাধিকার দিবস ধার্য করার মাধ্যমে নাগরিকদের সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষার চেতনা আরো উন্নত হবে ।
জানা গেছে , চীন সরকার সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষার লক্ষ্যও স্থির করেছে । এই লক্ষ্য হলো ২০১০ সালের মধ্যে সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষার অবস্থার লক্ষনীয় উন্নতি হবে । ২০১৫ সালে অপেক্ষাকৃত পরিপূর্ণ সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে , ঐতিহাসিক , সাংস্কৃতিক আর বৈজ্ঞানিক মূল্যসম্পন্ন সাংস্কৃতিক উত্তরাধিকারের কার্যকর রক্ষা বাস্তবায়িত হবে আর সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষাকে গোটা সমাজের সচেতন কার্যকলাপে পরিণত করা হবে ।
সাংস্কৃতিক উত্তরাধিকারের ক্ষতিসাধন রোধ করার জন্য চীন সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষা সংক্রান্ত দায়দায়িত্বের ব্যবস্থা প্রতিষ্ঠা করবে ।
|